নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড এর মিজমিজি বাতান পাড়া ফাজিল ড্রিগী মাদ্রাসার অডিটোরিয়ামে আজকে অনুষ্ঠিত হয়েছে নারায়নগঞ্জের সড়ক গুলো আমরা কেমন চাই”।
পরিচয় পর্ব শেষে সংক্ষিপ্ত সংলাপের আলোচনায় উঠে আসে নারায়ণগঞ্জের সড়কের বিভিন্ন সমস্যা এবং এর সমাধান কি..?
এসময় উল্লেখ্য যোগ্য ৯টি বিষয় হলো।
১ঃ ঝড় এবং বৃষ্টির সময় অতিরিক্ত ভাড়া আদায়।
২ঃ রাতের বেলাও অতিরিক্ত ভাড়া আদায় এবং চাহিদা মতো না হলে যাত্রী সেবা বন্ধ করে রাখা।
৩ঃ ভাঙ্গা রাস্তায় বৃষ্টির সময় কর্দমাক্ত হয়ে পোশাক নষ্ট সহ হাটা চলায় কষ্ট।
৪ঃ লাইসেন্স বিহীন কোনো চালক যেনো গাড়ী চালাতে না পারে।
৫ঃ নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য ২০১৮ তে আন্দোলন কারীদেরকে পূর্ন গঠন করতে হবে, এবং সকল মানুষকে সচেতন করতে হবে।
৬ঃ রাস্তা উঁচু না করে স্থায়ী ভাবে ড্রেনেজ সিস্টেম সচল করতে হবে।
৭ঃ সড়কের পাশে ময়লার স্তুপ বা ফুটপাত ব্যবস্থা উতখাৎ করতে হবে।
৮ঃ জ্যামজট নিরসনে স্মার্ট ট্রাফিকিং সিস্টেম গঠন করতে হবে।
৯ঃ মহাসড়কের পাশে অবৈধ পার্কিং ব্যবস্থা প্রতিরোধ করতে হবে।
এসময় নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব বলেন,
দৈনিক চুক্তিভিত্তিক ব্যাবস্থা বাতিল করে ফ্র্যাঞ্চচাইজি ভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
এতে করে ওভার ট্র্যাকিং এবং অসুস্থ প্রতিযোগিতা অনেকাংশে রোধ করা যাবে।
সনাতনী ট্রাফিক ব্যবস্থা বাতিল করে আধুনিক ও ডিজিটাল ট্রাফিং ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।
গন পরিবহনের মান উন্নয়ন করতে হবে ফলশ্রুতিতে সড়কে ব্যক্তিগত গাড়ীর সংখ্যা ও জানজট কমিয়ে আনা সম্ভব হবে।
Leave a Reply