মিতু আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, আপনারা জানেন কয়েকদিন আগেও আমি আপনাদের জনপ্রতিনিধি ছিলাম। কিন্তু এখন আমি সাবেক কাউন্সিলর। আমি দায়িত্বে নেই, তবে আমার সেবা কিন্তু অব্যাহত আছে। এই যে পূজা এসেছে আপনারা কেউ আমাকে বলেননি কিন্তু আমি আপনাদের ফোন করে ডেকেছি উপহার সামগ্রী দেয়ার জন্য।
শনিবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জের ইসদাইরে পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, করোনার সময়ও আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আমাকে কাউন্সিলর পদ থেকে সরিয়ে দিলেও আপনাদের প্রতি আমার যে দায়িত্ব, এটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না।
তিনি বলেন, ইসদাইর এলাকায় আমি দুটো মন্দির করে দিয়েছি। আপনাদের পরিচ্ছন্ন কলোনি সবসময় আমার প্রথম প্রায়োরিটি। আপনারা সুস্থ থাকলে আমার শহর সুস্থ থাকবে। একারণে আমি সবসময় আপনাদের আগে অগ্রাধিকার দিতে চেষ্টা করি।
তিনি আরও বলেন, আমি যেন আবার আপনাদের সেবা করতে পারি। আপনাদের সকল কাজে আমার সহযোগীতা থাকবে। আপনারা মায়ের মত, আমি আপনাদের সন্তান। আমাকে যখন ডাকবেন তখনই পাবেন। আমার দায়িত্ব আমি সবসময় পালন করে যাবো।
Leave a Reply