নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড খানকায়ে জামে মসজিদের সামনে আজ জুম’য়ার নামাজের পর তাওহীদি জনতার এক ঐক্যবদ্ধ প্রতিবাদ মিছিল হয়।
ভারতের একজন সাংসদ ও রামগিরি নামক এক পুরোহিত , এই ২জন লোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আক্বাবিরে মাদীনা, তাজেদ্বারে হারাম, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ কে কটাক্ষ করে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বের মুসলমানদের কলিজায় খঞ্জরের চেয়েও ভয়ানক আঘাত করেছে।
তাওহীদি জনতার দাবী এই ২ জনকে দেশ ও বিশ্ব মুসলমানদের নবীকে কটাক্ষ করার অপরাধ, সারাবিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি সহ ধর্মীয় চর্চায় আঘাত হানার প্রেক্ষিতে গ্রেপ্তার করে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।
তাওহীদি জনতার দাবী এর বিপরীতে তারা খুব দ্রুতই ভারতীয় দূতাবাস ফেরাও কর্মসূচি করবে।
এই সময় নারায়ে তাকবির, আল্লাহু আকবার স্লোগানে মুখোরিত হয় চারিদিক, স্লোগানে আরো ছিলো, তেরা মেরা রিশতা কেয়া, লা-ইলাহা ইল্লালাহ্।
বিশ্ব নবীকে কটাক্ষ করায় ক্ষুব্ধ মুসলমানদের প্রতিবাদ ভারতকে কি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেটা দেখার জন্য এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা।
Leave a Reply