আশরাফুল আলম সরকার, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইল এর সামনে মোঃ রায়হান, এর দোতলা সেলুনের ভিতর হতে গ্রীন টেক্সটাইল এর শ্রমিকের এর গলা কাটা রক্তাত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু সাঈদ (২৩) নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার সোহেল আল মামুন।
বুধবার (২ অক্টোবর ) রাত সাড়ে এগারো টায় উপজেলা ইউনিয়নের মধ্যপাড়া মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইল এর সামনে রায়হানের দোতলা সেলুনের ভিতর এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ (২৩)স উপজেলা মাওনা মধ্যপাড়া আলামিন সরকার বাবুলের বাসার ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আবু সাঈদ (২৩) এর সাথে রায়হানের সেলুনের নাপিত খলিলের পূর্ব থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আবু সাঈদ প্রায়ই নাপিত খলিলের বাসায় আসা যাওয়াসহ খাওয়া দাওয়া করতো। সেই সুবাদে নিহত আবু সাঈদের সাথে নাপিত খলিলের স্ত্রীর পরকিয়া প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে পরকিয়া প্রেমের জের ধরে নাপিত খলিল কৌশলে আবু সাঈদ কে সেলুনে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার সোহেল আল মামুন জানান, এস আই রিগ্যান মোল্লা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply