মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর ইন্দুরকানী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মাদ আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্দুরকানী উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগণ।
মঙ্গলবার বিকেলে নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয় এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, আলমগীর কবির মান্নু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, গাজী আবুল কালাম, কোষাধক্ষ্য কে এম শামীম রেজা, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, সাহিত্য সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক আরিফুল ইসলাম, রাজু সিকদার, নাছরুল্লাহ আল কাফী, জিয়াউল ফকির, শাকিল হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।
এ সময় নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, সরকারের নির্দেশনা সঠিক ভাবে মেনে উপজেলা পরিষদ পরিচালনা করা, উপজেলার উন্নয়ন এবং জনসাধারনের সকল প্রকার সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ব্যাপারে সাংবাদিকেরা সঠিক তথ্য দিয়ে তাকে সহযোগীতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এম/এস
Leave a Reply