রফিকুল ইসলাম তুষার (সুজানগর প্রতিনিধি)
আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এই প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম, পৌর আমীর ফারুক-ই আযম, পৌর বিএনপি’র সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা । সভায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রতিনিধিরা উপজেলা প্রশাসন সহ উপস্থিত নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন বিভিন্ন পূজামন্ডপে সমস্যা থেকে উত্তরণের কথা ।
উল্লেখ্য, এ বছর সুজানগর উপজেলায় ৫১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।
এম/এস
Leave a Reply