মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী, পল্টন প্রতিনিধিঃ
আজ ৩০ সেপ্টেম্বর দুপুর তিনটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এর উত্তর গেইটে ভারতের হিন্দু পুরোহিত কতৃক বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুুনুল হকের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়,
উক্ত সভায় সমাবেশের প্রধান অতিথি হেফাজত কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব বলেন বিশ্ব নবীকে অবমাননা করে কেউ মুক্তি পায়নি।ভারতে নবীকে অবমাননা কারী পুরোহিত এবং বিজেপির সাংসদ কে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাওহীদী জনতা নবীর ইজ্জতের হেফাজতের জন্য নিজের জিবন দিতে প্রস্তুত, প্রয়জনে আমরা ভারত অভিমুখে লংমার্চ করবো,,
এসময় তিনি বাংলাদেশের শিক্ষা ব্যাবস্তা নিয়ে ও কথা বলেন। সমাবেশে হেফাজতের আরও যারা বক্তব্য দিয়েছেন। হেফাজত নায়েবে আমির আল্লামা মাহফুজুল হক, নায়েবে আমির মহিউদ্দিন রাব্বানী, অর্থ সম্পাদক মাওলানা মনির হোসাইন কাসেমী,মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জালালুদ্দিন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা ফেরদৌসের রহমান সহ আরও বহু হেফাজত নেতৃবৃন্দ। বাইতুল মোকাররম সমাবেশ শেষে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল করে কাকরাইল পর্যন্ত এসে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান মুনাজাতের মাধ্যমে পোগ্রাম শেষ করে।
Leave a Reply