মোঃ আল-আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের বঙ্গবন্ধু কালিগঞ্জ বাজারে জায়গা পুরো পানিউন্নয়ন বোর্ডের দখল নিয়ে পাকা করন করে দিয়ে দুই লাখ, তিন লাখ, টাকা করে সিকিউরিটি নিচ্ছেন সিন্ডিকেট মহল এ যেন নিজের সম্পদ পেয়েছে সরকারের চোখে ফাঁকি দিয়ে করতেছে এসব অনিয়ম এক একটি মানুষের দখলে রয়েছে দশটি, বারটি করে দোকান। তাদের ভেতর অন্যতম আপন , শাহিন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরাফাত হোসেন সরু মেম্বার,
বাবুল হোসেইন, হায়দার আলী, রাসেল আহমেদ, মহিকুল ইসলাম,
ফরিদ, মোস্তফা, শ্যামল, ফরিদুল ইসলাম, আরো অনেকেই আছেন যারা বাজারটি নিয়ন্ত্রণ করেন তাদের মন মতো করে। এবং প্রতি সপ্তাহে চাঁদা আদায় করে থাকেন দোকান প্রতি দশ টাকা করে, সরু মেম্বার। শুধু তাই নয় সরকারি পানি উন্নয়ন বোর্ডের জমি বিক্রি করার অভিযোগ উঠেছে সরু মেম্বারের বিরুদ্ধে,
এবং বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি নজরে আছে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই বিষয় নিয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনিও বলেন যে এবিষয়ে এছিলেন মহোদয় কে বলেন, কিন্তু এ কথা থেকে যায় শারাফাত হোসেন সরু মেম্বার কিছুদিন গতহল পূর্বের শত্রুতা কারণে রনি নামে এক ব্যক্তির দোকান লুট করে নেন শারাফাত হোসেন সুরুর নেতৃত্বে প্রায় দোকানটিতে মালামাল ছিল ৩০ লাখ টাকার মত। এলাকার কিছু মানুষ বলেন কিছু দালালের দাপটে আতঙ্কে বাজারঘাট সহ এলাকাগুলো রয়েছে। শান্তি মতো কেউ ঘুমাতে পারতেছে না, মিথ্যা গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন এইসব মানুষরা। আমাদের দোকানপাট সহ সবকিছু লুট করে নিচ্ছেন। আমরা এর বিচার চাই এমনটি বলেন এলাকার সাধারণ মানুষ।
এম/এস
Leave a Reply