নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ কে এম শামীম ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমিরী ওসমান, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, শ্রমিকলীগের নেতাসহ ৩৬ জনের নাম উল্লেখ্য করে সদর থানায় হত্যা মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন
৪. আজমিরী ওসমান ৫. অয়ন ওসমান ৬. জাকিরুল আলম ভূইয়া হেলাল (সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ
৭. শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু (সভাপতি নারায়নগঞ্জ মহানগর যুবলীগ, ৮. আইয়ুব আলী পিতা-মোঃ হোসেন আলী মাতা- ৯. বাবু
১০. সবুজ পিতা-বদু মিয়া, ১১. সবুজ সিকদার পিতা-ইউনুছ সিকদার, ১২. শফিক (জাহাজী শ্রমীক ফেডারেশন), ১৩. কাজী শাওন পিতা-কাজী দৌলত হোসেন, ১৪. আব্দুল মজিদ খন্দকার পিতা-মৃত সামসুদ্দিন খন্দকার, ১৫. খোকন পিতা-মোহর আলী মিয়া, ১৬. রহমান পিতা-আব্দুল কাদের মিয়া, ১৭. কামাল হোসেন পিতা-মৃত মোহাম্মদ আলী
১৮. সেলিম আহম্মেদ হেনা পিতা-মৃত আলাউদ্দিন (ড্রাইভার) ১৯. রুস্তম (সদস্য জাহাজী শ্রমিক ফেডারেশন), ২০. আক্তার (সদস্য জাহাজী শ্রমিক ফেডারেশন) পিতা-মফিজ উদ্দিন ২১. মোঃ শামিম ২২. কাউছার আহম্মদ পলাশ পিতা-মৃত ইদ্রিস আলী, ২৩. লিটন পিতা-মৃত বজলু মিয়া
২৪. কবির (জাহাজী শ্রমিক ফেডারেশন) ২৫. নিজাম, ২৬. পান্না (জাহাজী শ্রমিক ফেডারেশন কার্যালয়) ২৭. সঞ্জিত চন্দ্র দাস ২৮. মোঃ আবুল হোসেন পিতা-মৃত আনছার আলী, ২৭. সঞ্জিত চন্দ্র দাস পিতা-গোপাল চন্দ্র দাস ২৮. মোঃ আবুল হোসেন পিতা-মৃত আনছার আলী প্রধান ২৯. গাজী নূরে আলম
৩০. রফিকুল ইসলাম ওরফে কানা রফিক ৩১. মোজাম্মেল (বিসিক জুট সন্ত্রাসী), ৩৩. মোঃ শাহাবুদ্দিন আকন্দ, ৩৪. জাকির হোসেন চেয়ারম্যান, আলীরটেক ইউনিয়ন পরিষদ
৩৫. ফজর আলী, চেয়ারম্যান গোগনগর ইউনিয়ন পরিষদ, ৩৬. মোঃ শাহীন রাজু মেম্বার
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এম/এস
Leave a Reply