রফিকুল ইসলা তুষার (সুজানগর প্রতিনিধি)
পাবনার সুজানগরে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও সকল বক্তার নবীর জীবনীর উপর আলোচনার সারাংশ চমৎকার ভাবে তুলে ধরেন এবং উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের নবীর জীবন দর্শন, আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের পড়ানোর প্রতি আহব্বান জানান। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার,অধ্যক্ষ, বিভিন্ন মসজিদের ইমাম বৃন্দ, বিভিন্ন রানৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোঃ হাসিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন মাওঃ শফিউল আলম, মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ মুফতি মাসুম খান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওঃ আরিফ বিল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, রফিকুল ইসলাম খান ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাতাব উদ্দিন। বক্তারা বলেন ইবনে ইশাহাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আব্দুল্লাহর সহধর্মিনী জাতির মাতা মা আমেনার উদরে পৃথিবীর মুখ উজ্জ্বল করে।
মক্কা নগরীতে। ১৮ হাজার মাখলুকাতের মাথার মুকুট হয়ে পৃথিবীতে আগমন করে সেই ছোট্ট শিশুটি। যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পবিত্র কুরআনে উল্লেখ করা হয় হযরত মুহাম্মদ সঃ পৃথিবীর প্রথম এবং শেষ নবী। সমস্ত নবুয়াত বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে আগমন করেন,
আল্লাহ তায়ালার পেয়ারা হাবিব আল্লাহ তাআলার দোস্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতান্তরে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে হযরত মুহাম্মদ সাঃ পৃথিবীতে আগমন করেন।
Leave a Reply