লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নার্সদের নিয়ে জঘন্য কুটক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা পরিচালক মাকসুরা নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের সকল নার্সদের নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা পরিচালক মাকসুরা নূর জঘন্য মন্তব্য করেন। তার এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং তার পদত্যাগ চাই। বক্তারা আরও বলেন, নার্সিং এর মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়ন চাই। অবিলম্বে আমাদের দাবি পুরন করতে হবে৷
তারা বলেন, আমরা এমন একটি পেশার সাথে জড়িত যেটা মানবিক পেশা বলা চলে। আমরা মানব সেবায় নিয়োজিত থাকি সব সময়। গর্ভবতী মা ও অন্যান্য রোগীদের আমরা দিনরাত মিলে ২৪ ঘন্টাই সেবা দিয়ে আসি। কিন্তু আমরা আমাদের প্রাপ্য টুকু পাইনা। তাই আমরা প্রধান উপদেষ্টাসহ স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। যেন আমাদের বৈষম্য না করে সময় অনুযায়ী পদায়ন করা হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী নার্সিং এসোসিয়েশনের জেলা শাখার সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স শিউলি আক্তার ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার ইতি খন্দকারসহ দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফরা সহ সকল নার্সরা উপস্থিত ছিলেন।
Leave a Reply