1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি নড়াইলের নড়াগাতীতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার ওসমানীনগরে অধিগ্রহণ জটিলতায় ধীরগতিতে সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পর্যটনে নতুন মাত্রা যোগাতে ‘টাঙ্গুয়ার হাওর ফোকফেস্ট’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

‘মাটির গন্ধে ভাটির গান’ আবহে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ‘ফোকফেস্ট’ অনুষ্ঠিত হতে চলেছে। আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সপ্তাহব্যাপী আয়োজনটি করতে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরের নৌপর্যটন উদ্যোক্তারা।

স্থানীয় লোকসঙ্গীতশিল্পীদের নিয়ে এই আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সোনার বাংলা সার্কাস ব্যান্ড’-এর প্রবর রিপন। থাকছে জনপ্রিয় ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’, ‘আপনঘর’, সোহাগ শ্রাবণ ও ‘দোতং পাহাড়’খ্যাত সোহান আলী।

মাঝ হাওরে রাত্তিরে জলবেষ্টিত মঞ্চে আয়োজিত এই উৎসবটি নৌকায় থেকেই আপনি উপভোগ করতে পারবেন। তবে এর জন্য আপনাকে চড়তে হবে কেবল নিবন্ধিত হাউজবোটগুলোতে।

‘টাঙ্গুয়ার হাওর ফোকফেস্ট-২০২৪’-এর আয়োজনে রয়েছে ‘জলের গান’, ‘তরী ময়ূরাক্ষী’ ও ‘ফ্লোটিং হাউজ অফ টাঙ্গুয়া’। এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ‘মহাজনের নাও’, ‘ডোঙ্গা’, ‘জলপদ্ম’, ‘ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া’সহ বেশ কিছু হাউজবোট। ফোকফেস্টের ব্যাপারে বিস্তারিত জানতে দেখুন এই ফেসবুক ইভেন্ট।

মূলত হাওর পর্যটনের ২ দিন ১ রাতের প্যাকেজগুলোর সঙ্গে মিল রেখে ১৩ তারিখ সন্ধ্যা থেকে শুরু করে ১৪ তারিখ রাতের প্রথম প্রহর, ১৫ তারিখ সন্ধ্যা থেকে শুরু করে ১৬ তারিখের প্রথম প্রহর ও ১৭ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয়ে ১৮ তারিখ রাতের প্রথম প্রহর পর্যন্ত তিনটি আলাদা পর্বে উদযাপিত হবে এ বছরের আয়োজন। অনুষ্ঠানের মূল পর্ব আয়োজিত হবে তাহিরপুর উপজেলার টেকেরঘাটের ভাসমান রিজোর্ট ‘মেঘদূত’-এ।

ফোকফেস্ট সম্পর্কে ‘মহাজনের নাও’-এর মাসুক উর রহমান বলেন, জল ও জোছনার জনপদখ্যাত ভাটি অঞ্চলে ১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস এবং ১৭ সেপ্টেম্বর ভরা পূর্ণিমাকে সামনে রেখে লোকসঙ্গীত, হাওর আর জোছনা উদযাপনের মিশেলে পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা দিতেই এই আয়োজন।

কেবল দর্শনীয় স্থান, মুখরোচক খাবার আর আকর্ষণীয় হাউজবোটে করে নৌবিহারই নয়, হাওরকেন্দ্রিক পর্যটনের একটি বড় অনুষঙ্গ ভাটিবাংলার লোকসঙ্গীত। বাঙ্গালির প্রাণের অনুষঙ্গ লোকগানের রয়েছে অফুরান ভান্ডার। এই ভান্ডার থেকে কিছু মণিকান্ত ছড়িয়ে দিতেই করা হয়েছে এই আয়োজন। এতে যেমন ভাটিবাংলার লোকগানের শুদ্ধ চর্চার প্রসার ঘটবে, তেমনি সাংস্কৃতিক পর্যটনের এক নতুন দুয়ার খুলে যাবে বলে জানান লোকসঙ্গীত উৎসবের উদ্যোক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি