অথই নূরুল আমিন কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
এই মর্মে মাননীয় ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে, সারাদেশে এ পযর্ন্ত বেশ কিছু মাজার শরীফ ভেঙ্গে ফেলা হয়েছে। এবং প্রতিদিনই বিভিন্ন মাজারে হামলা হচ্ছে।
মাননীয় উপদেষ্টা বাংলাদেশে বড় ছোট পীর আউলিয়ার অসংখ্য মাজার রয়েছে। যার প্রচলন প্রায় পাঁচশ বছরের ও বেশি সময় ধরে। যদি আপনি ধর্মীয় ভাবে নেন। তাও হবে। আর যদি দেশের অগণিত জনগণের বিশ্বাস ভক্তি বা শ্রদ্ধার জায়গায় নেন। তাও কম কিসের।
দেখুন পৃথিবী তার নিজস্ব গতিতে চলছে। তা চলবেই। এ যেন জোয়ার ভাটা। কিন্তু কাল বৈশাখী ঝড়ে ক্ষতি হয় অনেক। একশ্রেনির লোক বলছে মাজার পূজা শিরক। আরেক শ্রেণির লোকে অন্ধ বিশ্বাসে মাজারে দান অনুদান শদকা দিয়েই যাচ্ছে।
তাহলে আপনি কোনটা নেবেন। কার পক্ষে আপনি অবস্থান নিবেন। কথা তো সত্যি। আমি ও সেখানে যাচ্ছি না। আমার কথা হলো । মাজার ভাঙ্গা থেকে বিরত থাকার কড়া নির্দেশ প্রধান করুন। কারণ মাজার যারা ভাঙ্গতে চায়। ওরা নিঃসন্দেহে খারাপ লোক। কারণ এখন পযর্ন্ত এমন কোনো প্রমাণ নেই যে, কোনো পীর আউলিয়ার মাজার কারো জায়গা দখল করে হয়েছে। তা হয়নি।
তাছাড়া অনেক মাজারের দান অনুদানের টাকা সরকারের কোষাগারে জমা হচ্ছে। এছাড়া একটি স্থাপনা ভাঙ্গা অসুন্দর ও বটে। এছাড়া এই মাজার ভাঙ্গা যদি আপনার আমলে ঘটে। একদিন আপনার ইতিহাস কলংকিত হতে পারে।
Leave a Reply