মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে তীব্র তাপপ্রবাহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (২৯এপ্রিল) দুপুরে ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসএসসি পরীক্ষার্থীরা বলেন, বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলতে পারলাম। টানা ৩ ঘণ্টা পরীক্ষা হলে থাকতে হয়েছে। অতিরিক্ত গরমের কারণে গলা শুকিয়ে গেছে। ছাত্রদলের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে।
ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রিয়াজুল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে কলেজ ছাত্রদলের উদ্যোগে আজকে প্রায় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের ও ক্ষুদ্র প্রয়াস। ছাত্রদলের এ উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তারা।
পানি ও স্যালাইন বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply