স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে “সফল শিক্ষার পথে অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর একত্রিকরণ” বিষয়ক বিশেষ সেমিনার প্রতিষ্ঠানটির আবাসিক ভবনে ২৬ এপ্রিল ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়।
পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ এম মকসুদুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিবীদ এবং পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সরোয়ার আলমগীর। পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক/সুপার আনোয়ার সিকদারের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোরশেদুল আমিন।
প্রধান অতিথি মোহাম্মদ সরোয়ার আলমগীর তাঁর বক্তব্যে বলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সম্মানিত প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল (দ.) রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) এই প্রতিষ্ঠানের ছাত্রদের আমাদের নিজ সন্তানের মতো করে দেখাশোনা করার জোর তাগিদ দিয়েছেন।
তাই আমরা ছাত্রদের নিজ সন্তানের মতো লালন-পালন পূর্বক তাদেরকে একজন দক্ষ ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ছাত্রদের দক্ষ এবং যুগোপযোগী শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে আরো কিভাবে ছাত্রদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইনশাআল্লাহ সেগুলোও খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন।
সেমিনারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল অফিসার ডা.সামিয়ুল করিম চৌধুরী, জালাল উদ্দীন চৌধুরী, সৈয়দ সাকলাইন মাহমুদ, নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি নাজিম উদ্দীন শাহীন, বটন কুমার দে, মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মওলানা আবুল কাছেম সহ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ আবুল কালাম, রবিউল হোসেন, শাফায়াত হোসাইন, রাশেদ আলী, হাফজ মহিউদ্দিন, মোবারক হোসেন, আবু হানিফ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply