মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় চাঁদাবাজি মামলার এজাহার নামীয় এক আসামিকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়ার একটি পুকুর থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃত যুবকের নাম চঞ্চল মোল্যা (৩০)। তিনি উপজেলার পুরুলিয়া গ্রামের এনামুল মোল্যার ছেলে। তিনি একটি চাঁদাবাজি মামলার এজাহার নামীয় ৮ নম্বর আসামি। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি টহল দল পুরুলিয়া এলাকা দিয়ে যাচ্ছিল। পরে সেনাবাহিনী দেখে চঞ্চল মোল্যা দৌড় দেয়। সেনা সদস্যদের সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। একপর্যায়ে সে একটি পুকুরে ঝাঁপ দিলে সেনা সদস্যরা পুকুরে নেমে তাকে আটক করে। পরে কালিয়া থানা পুলিশে হস্তান্তরের সময় জানা যায়, তিনি গত ৪ এপ্রিল কালিয়া থানার একটি চাঁদাবাজি মামলার এজাহার নামীয় আসামি।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল চঞ্চল মোল্যা নামে এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তিনি একটি চাঁদাবাজি মামলার আসামি। তাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে
Leave a Reply