মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে পিরোজপুরের ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে ।
সোমবার (৭এপ্রিল) বিকেলে ইন্দুরকানী সদর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা শাখা ও সকল ইসলামী সংগঠনের উদ্যোগে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে এ বিক্ষোভ মিছিল করা হয় ।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতে নির্বাচন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলি হোসেন, সেক্রেটারি তৌহিদুল ইসলাম রাতুল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ সভাপতি মাওলানা হাই, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ জলিল হাওলাদার, মুফাসসের কুরআন মাওলানা জুনায়েত আল হাবিব, শিবির সভাপতি আসাদুল কবির, ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ । পরে গাজায় হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় ।
Leave a Reply