মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ২০০ গ্রাম: গাঁজাসহ শিমুল ঘোষ (২৫) নামে ০১ যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। ২ এপ্রিল (বুধবার) রাত ২: ৩০ টার দিকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। আটক শিমুল ঘোষ সদর থানার কুড়িগ্রামের মৃত কার্তিক ঘোষের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ অহিদুল রহমান ও এএসআই(নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক পূর্বক অবৈধ মাদকদ্রব্য ২০০ গ্রাম গাঁজা জব্দ করে সদর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ###
Leave a Reply