এম এ হাসান,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে সৈয়দ মেরাজ কে আহবায়ক, আনোয়ার হোসেন কে সদস্য সচিব ও ইমাম হোসেন ফারুক কে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও শুভেচ্ছা মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল।২৮শে ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর মিয়াবাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী বাবলু।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছিম উদ্দিন পলাশ, জি.আর.শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন, মোঃ রিপন, ওয়াসিম, ঘোলপাশা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব,সাবেক সদস্য মাসুদ, রোকন, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহমেদ, মোঃ এয়াছিন মিয়া, ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদল নেতা হাফিজ উদ্দিন তুষার, উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, কালিকাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন, ইমাম হোসেন ইমন,শাহআলম, সজিব সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এসময় মিছিল টি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পদক্ষিন করে।
Leave a Reply