মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় ডাকাতির সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড অফিসারসহ চারজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামে মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—নড়াইল জেলা এনএসআই ফিল্ড অফিসার ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের আরিফুজ্জামান (২২), সুবুদীডাঙ্গা গ্রামের সোহাগ মোল্লা (৩৬) ও একই উপজেলার শাহরিয়ার জামান শশী (৩৫)। পুলিশ জানায়, অভিযুক্তরা ডিবি পুলিশের পরিচয়ে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ঢুকে অবৈধ মালামাল আছে বলে তল্লাশি চালায়। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সন্দেহ হলে স্থানীয়রা পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে ইনচার্জ এসআই আজিজুর রহমান দলবলসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ২ ভরি ২ আনা ২ রতি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৩ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম জানান, “ডাকাতির ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।”
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সতর্ক থাকতে হবে।###
Leave a Reply