1. admin@somoybelanews.com : somoyadmin :
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি  বশির হাওলাদার গ্রেফতার নিজস্ব রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন ফেনসিডিলসহ যুবক আটক রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

৩৯তম আটলান্টা ফোবানা’র কীক অফ মিটিং অনুষ্টিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক:

 

৩৯ তম আটলান্টা ফোবানা’র কীক অফ মিটিং ১৯ জানুয়ারী রোববার আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে অনুষ্টিত হয়।

ফোবানার কীক অফ মিটিং উপলক্ষে ফোবানার ১১ টি স্টেটের ২৪ জন ডেলিগেট ১৮ জানুয়ারী আটলান্টায় পৌছান। ১৮ জানুয়ারী ছিল ৩৯ তম ফোবানার সিনিয়র কো কনভেনর কাজী নাহিদের বাসায় ডিনার। ১৯ জানুয়ারী রোববার ১১ টা ফোবানার ডেলিগেটরা ফোবানার ফেন্যু পরিদর্শন করেন, সেখান থেকে দুপুরে তারা হোস্ট প্রেসিডেন্ট ডিউক খানের বাসায় ফোবানা ডেলিগেটরা লাঞ্চ ও মত বিনিময় সম্পন্ন করেন হোস্ট কমিটির সাথে।

১৯ জানুয়ারী রোববার সন্ধ্যায় শুরু হয় মুল কীক অফ মিটিং।
বাংলাধারার সাধারন সম্পাদক রেজওয়ান হৃদয় এর পরিচালনায় ৩৯ তম ফোবানার হোস্ট বাংলাধারার আয়োজনে কীক অব মিটিংটা ছিল তিন পর্বের।। বাংলাধারার গুনিজন সম্বর্ধনা, ৩৯ তম ফোবানা কীক অফ মিটিং ও আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্টান।

গ্লোবাল মলের আশিয়ানা বাংকুয়েট হলে সন্ধ্যা ৭টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। বাংলাধারার গুনিজন সম্বর্ধনায় তিনজনকে সম্বর্ধনা ও সম্মামনা প্রদান করা হয়। তারা হলেন, সামসুল আলম (লেখক-সাংবাদিক) হোসনে আরা বিন্দু (সংগীত শিল্পী) ও তাসলিমা সুলতানা পলি (সংগীত শিল্পী)
কীক অফ মিটিং ও বাংলাধারার গুনিজন সম্বর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম এবং গুইনেট কাউন্টি ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান ব্লেন্ডা লোপেজ।

তারা আটলান্টার বাংলাদেশী কমিউনিটির নানান একটিভিটির ভুয়শী প্রশংসা করেন এবং ৩৯ তম ফোবানার সাফল্য কামনা করেন। দ্বিতীয় পর্বে শুরু হয় ফোবানার মুল কীক অফ মিটিং। ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর ও মাহবুব ভুইয়া এর যৌথ পরিচালনায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

৩৯ তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল। নাহিদুল খান সাহেল ফোবানার নানান শহরের ডেলিগেটদের আটলান্টায় স্বাগত জানান এবং বৈরী পরিবেশে উপস্থিত সুধিমহলকে শুভেচ্ছা জানান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোবানার সাবেক চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ আলমগীর (ভার্জিনিয়া) সাবেক চেয়ারম্যান রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া) ও সাবেক চেয়ারম্যান রেহান রেজা (কেনসাস)।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোবানার নীর্বাহী সংসদের বর্তমান চেয়ারম্যান মাসুূদ রব চৌধুরী (লস এনজেলস) সহ সভাপতি এম রহমান জহির (মায়ামী) এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর (নিউইয়র্ক), জয়েন্ট সেক্রেটারী খালেদ আহমদ রউফ শিকাগো) ও ট্রেজারার ড. প্রিয়লাল কর্মকার (ভার্জিনিয়া)।

কীক অফ মিটিং এ ফোবানার ১১ টি স্টেট থেকে আগত ফোবানার সদস্য ও ফোবানার নির্বাহী সংসদের আউটস্ট্যান্ডিং সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
৩৯ তম আটলান্টা ফোবানার আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, হোষ্ট কমিটির চীফ করর্ডিনেটর দিলু মওলা, হোস্ট কমিটির সিনিয়র কো কনভেনর কাজী নাহিদ, কমিউনিটি একটিভিষ্ট আরেফিন বাবুল ও বাংলা বয়েজ এর মহিন উদ্দিন দুলাল।

৩৯তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল বলেন, আপনাদের সকলের সহযোগীতায় আটলান্টা ফোবানা সফলতা পাবে। আমাদের ২০০ হাজারের স্পন্সর প্রয়োজন, আশা করি সব গুলো স্টেট থেকেই আমরা ভাল সাড়া পাব। আটলান্টা ফোবানায় নতুনত্ব থাকবে। আমরা ফোবানাকে সার্বজনিন করার চেষ্টা করব।

হোষ্ট কমিটির মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া বলেন, আমরা আগামী ৭ ফেব্রুয়ারী ঢাকায় মিট এন্ড গ্রিট করব। বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাপকহারে সাড়া দিচ্ছেন। আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে একটি মান সম্পন্ন ফোবানার। আটলান্টার ফোবানায় সবচেয়ে বেশী ষ্টেট থেকে পারফর্মরা পারফর্ম করবেন। আমরা আটলান্টার সকলকে সম্পৃক্ত করেই একটি নান্দনিক ফোবানা উপহার দিব।

কীক অফ মিটিং এ আটলান্টা কমিউনিটির অন্যতম যারা উপস্থিত ছিলেন তারা হলেন, ডা: সালেহ বাদল, ডা: মীর মুজিবুর রহমান, ব্যাবসায়ী ও রংপুর রাইডার্স এর মো : হাসান তারেক, এটর্নী রাজু মহাজন, লিয়াকত হোসেন আবু প্রমুখ।

কীক অফ মিটিং এ ফোবানার চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, ফোবানা যে কোন সময়ের চেয়ে অনেক গতিশীল। ফোবানা বহুমাত্রিক কাজে জড়িত। স্কলারশীপ, চ্যারিটী সহ উত্তর আমেরিকা কমিউনিটিতে ফোবানা একটি লিডিং সংগঠন। ফোবানায় কোন বিভাজনের সুযোগ নাই।

ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবীর আলমগীর বলেন, ফোবানার পরিধি প্রতিবছর বিস্তৃত হচ্ছে। ফোবানা উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতিতে যেমন ভুমিকা রাখে, ঠিক তেমনি ব্যবসায়ীদের নিকটও আইকন। ফোবানা একটি বড় প্লাটফর্ম যেখানে নানা শহরের প্রতিভাবানরা আলোকিত হবার সুযোগ পান। ফোবানার নির্বাচিত নির্বাহী সংসদের সবাই খুবই আন্তরিকতার সাথে ফোবানাকে পরিচালনা করে থাকেন।

কীক অফ মিটিং এ ৩৮ তম ওয়াশিংটন ফোবানার নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেয়া হয়। ওয়াশিংটন থেকে ৮ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

কীক অফ মিটিং এর শেষ পর্বে ছিল ফিডব্যাক এর রোমেল খান, হোসনে আরা বিন্দু, গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ ইকবাল, মিসেস প্রিয়লাল কর্মকার, রাজিব হোসেন,হোসনে আরা বিন্দু, আবু রুমির অনবদ্য সংগীত পরিবেশনা ও সুস্বাদু ডিনার।

আটলান্টার বৈরী পরিবেশকে উপেক্ষা করে কমিউনিটির নেতৃবৃন্দ ও নানা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিটিং এ।

১৯ জানুয়ারি ২০২৫ ফোবানার কীক অফ মিটিং এ শিকাগো, ফ্লোরিডার মায়ামী ও ওরলান্ডো, টেক্সাস, লস এনজেলস, পেনসেলভেনিয়া, ভার্জিনিয়া, নিউইয়র্ক, ডালাস, কেনসাস, মিজোরী, ওহাইও এবং আটলান্টার ফোবানার সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই ৩৯তম ফোবানার ভেন্যু ও হোটেলের ভুয়শী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি