রফিকুল ইসলাম তুষারঃ
পাবনার সুজানগরে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ কাউছার মণ্ডল (১৮) নামের এক হাফেজের মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলার সুজানগর উপজেলার পদ্মানদীতে।জানাযায় মোঃ হাফেজ কাউছার মণ্ডল সুজানগর পৌরসভার চরসুজানগর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে।
সুজানগর উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং একই এলাকার বাসিন্দা মোঃ টুটুল হোসাইন বিশ্বাস কাউছারের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মৃত কাউছার ঢাকার টঙ্গী দারুল উলুম মাদ্রাসা থেকে সম্প্রতি কুরআনের হিফজ সম্পন্ন করেছেন। তিনি গত কয়েক দিন আগে নিজ বাড়িতে এসে বৃহস্পতিবার সকালে তার বাবা ও দাদার সঙ্গে চরে মুড়িকাটা পেঁয়াজ তুলতে যায়।
পরে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে পদ্মা নদীতে গোছল করতে নামে। সাঁতার না জানায় সে গভীর পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ২ ঘণ্টা ধরে পানিতে খোঁজাখুঁজি করে গভীর পানি থেকে হাফেজ কাউছার মণ্ডলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ কাউছার মণ্ডলকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply