রফিকুল ইসলাম তুষার:
দেশ মাতৃকার শুভ কামনায় বিশ্বশান্তি ও জীবকূলের মুক্তি কামনায় সুজানগর পৌর বারোয়ারী মন্দির অঙ্গণে হরিবাসর উৎসব অনুষ্ঠিত। ২৪ প্রহরব্যাপী মহানামা যজ্ঞানুষ্ঠান, ও অষ্টকালীন লীলা মাধুরী ভোগ উৎসবটি উদযাপন কমিটি ও দীন কাঙ্গাল সেবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীরাধাগোবিন্দের লীলা রস কীর্তন উৎসবে গোপালগঞ্জ, মাদারীপুর, ভোলা, সিলেট পাবনা ও সিরাজগঞ্জের দেশীয় ৬টি দল পালা করে হরিনাম সুধা পরিবেশন করেন। পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে হাজার হাজার ছোটবড় নারী-পুরুষ বহু-দূর থেকে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। হরে কৃষ্ণ হরে রাম-কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে হরে রাম হরিবাসর অঙ্গণে উপস্থিত ভক্তকূল জীবনের শান্তি কামনা ও পাপ মোচনের নিমিত্তে এক সঙ্গে প্রভুর ত্বরে প্রণাম ও জপ করেন।
সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা সোমবার ২৪ প্রহর ব্যাপী মহানামা তারকব্রহ্ম যজ্ঞানুষ্ঠান হরিবাস উৎসব পরিদর্শন করেন। এসময়, উপজেলা বিএনপির সাবেক ক্রীয়া বিষায়ক সম্পাদক মজিবর খান, পৌর বিএনপির সাবেক যুগ্নসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মামুন,সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খৃষ্ঠান ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক সুব্রত কুমার কন্ডু, সুজানগর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়েন্ত কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক বিজন কুমার পাল, স্বপন কুমার বিশ্বাস সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা সুজানগর পৌর বারোয়ারী মন্দির অঙ্গণে হরিবাসর উৎসব অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতৃবৃন্দের কাছে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান।পরে ২৪ প্রহর ব্যাপী মহানামা তারকব্রহ্ম যজ্ঞানুষ্ঠান হরিবাস উৎসবের সার্বিক ব্যস্থাপনার খোঁজখবর নেন এবং অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply