মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী. পল্টন প্রতিনিধি:
আজ ১৭ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিডিআর হত্যার বিচারের দাবীতে আয়োজিত সমাবেশে এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন ৯ এর ফিলখানা হত্যার দিনের শহিদ মেজর তানভীরের স্ত্রী,
এসময় তিনি বলেন আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কিন্তু তাকে ভর্তি নিচ্ছে না এবং আমার ছোট ছেলেকে ভালো কোন ভার্সিটেতে পড়াতে পারছি না এবং আমাকে প্রতি মুহূর্তে হুমকি দেয়া হচ্ছে যেন এ ব্যাপারে কথা না বলি আমার স্বামীকে হারানোর ১৬ বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু আমি আমার স্বামীর লাশটা ও এখনো পাইনি ২০০৯ এর ২৬ এ ফেব্রুয়ারী যখন আমি আমার স্বামীর লাশ দেখতে যাই আমাকে দেখতে দেয়া হয়নাই উল্টো আমাকে বন্দী করে নির্যাতন করে এবং আমার শরীরে হাত উটায় আমার রুমে আমাকে নির্যাতন করা লোকদের তিনজন ওরা হিন্দিতে কথা বলতে ছিলো, এসময় তিনি কেঁদে কেঁদে স্বাধীন জীবন যাপনে করতে সকলের সহযোগিতা এবং তিনার স্বামীর লাশের স্বন্ধান করতে সকলের সহযোগিতা কামনা করেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র তিনাকে আশ্বাস দেন
Leave a Reply