সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করে সোনারগাঁ উপজেলা গণঅধিকার পরিষদ।
১৬ই ডিসেম্বর বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠন এর সোনারগাঁয়ের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সোনারগাঁ গণঅধিকার পরিষদকে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সোনারগাঁয়ের বাসিন্দা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব ওয়াহিদুর রহমান মিল্কী। নির্ধারিত সময় সকাল ১০.৩০টায় সোনারগাঁয় থানার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শ্লোগানে শ্লোগানে সোনারগাঁ উপজেলা চত্তরে প্রবেশ ও প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে যেয়ে শেষ হয়। এরপর শহীদ মিনার পাদদেশে নেতাকর্মীরা উপস্থিত জনতা ও সমর্থকদের উদ্দেশ্য করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করেন এবং সোনারগাঁবাসিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে ভিপি নূরের পক্ষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সোনারগাঁ থানার ওসি এম.এ. বারী, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান এবং সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের সাথে কুশল বিনিময় করে বিজয় দিবসের শুভেচ্ছা প্রদান করেন।
সোনারগাঁয়ের গণঅধিকার পরিষদের বিজয় দিবস উদযাপনে আরো উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকারের মোঃ গিফারী, নজরুল ইসলাম, যুব অধিকারের ফয়সাল ইবনে আমিন, সোনারগাঁ পৌরসভার উলফত কবির মাস্টার, পিরোজপুর ইউনিয়নের আরিয়ান আহমেদ জুয়েল, শ্রমিক অধিকারের মোঃ শাহজাহান, মোঃ হানিফ সহো আরো অনেকে।
Leave a Reply