নিজস্ব প্রতিবেদক:
আজ ২৮ নভেম্বর, রোজ বৃহস্পতিবার বিকেল ৩:০০ টায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ কমিটি পূণর্গঠন করা হয়।
মৌমিতা নূরকে আহ্বায়ক ও আবিদ রহমানকে সদস্য সচিব করে ৪ টি সদস্যপদ ফাঁকা রেখে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি পরিচিতি:
আহ্বায়ক- মৌমিতা নূর
যুগ্ম আহ্বায়ক- অপুর্ব রায়
সদস্য সচিব- আবিদ রহমান
যুগ্ম সদস্য সচিব- আব্দুল আহাদ
সদস্য – ১. রিপা আক্তার
২. ইসরাত জাহান মীম
৩. হুমায়রা হেমা
৪.শেখ সাদী
৫. শাহরিয়ার আলায়না সাফা
৬. আয়েশা সুলতানা
৭.মোস্তাফিজুর রহমান রাফি
৮. কো-অপ্ট
৯. কো-অপ্ট
১০. কো-অপ্ট
১১. কো-অপ্ট
নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহ্বায়ক মৌমিতা নূর বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ সংস্কারের পথে। এই সংস্কার যাত্রায় গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা আবশ্যক। যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনেও ভুমিকা রাখে। ছাত্র ফেডারেশন শিক্ষার্থীদের সংগঠিত করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ কমিটি।
Leave a Reply