নারায়ণগঞ্জ প্রতিনিধি,
ইস্কন খেদাও দেশ বাঁচাও, চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সম্মিলিত সনাতনী জাগরণ জোট (ইসকন) নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হবে। ইস্কন চাদার জন্য যে যার যার স্থান থেকে প্রস্তুত হোন আল আমিন বাগ টাগাড় পার গাবতলী পুলিশ লাইন এলাকায়বাশী শুক্রবার জুমার নামাজের পর সময় ২.৩০ মিনিট। সবার যার যার মতন বিক্ষোভ এ আসার জন্য আহ্বান রইলো।
আর এই বিক্ষোভের নেতৃত্ব দিবেন রাবিব খান আর নাইমুর আহমেদ।
Leave a Reply