এনামুল হক নাঈম, ক্রীড়া প্রতিনিধি:
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই অদ্ভুতুড়ে সিদ্ধান্ত বাংলাদেশের। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে দিনের খেলা শুরুর কথা থাকলেও ইনিংস ঘোষণা করে বোলিংয়ে নেমে পড়ে সফরকারীরা। তবে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে আসেনি। সোমবার (২৫ নভেম্বর) সকাল সকাল ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫২ রানেই অলআউট করে দেয় টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট জিততে বাকি সময়ে ৩৪৪ করতে হবে সফরকারীদের। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটিং ইনিংস একাই ধসিয়ে দেন তাসকিন আহমেদ। নেন ৬ উইকেট।
Leave a Reply