দশম শতকে স্ক্যান্ডিনেভীয় রাজা ছিলেন হেরাল্ড ব্লুটুথ (Herald Bluetooth) । তিনি নরওয়ে এবং ডেনমার্ক শান্তিপূর্ণভাবে একত্রিত করেন। ব্লুটুথ যেমন ডিভাইস কানেক্ট করে, রাজা হেরাল্ডও দুইটি শত্রুভাবাপন্ন দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করেন। তাই তার নামে ব্লুটুথ প্রযুক্তির নামকরণ করা হয়।
Bluetooth এর symbol টাও এসেছে নরওয়ের ভাষা থেকে।
Leave a Reply