নিজস্ব প্রতিবেদন :
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাব্বির তালুকদারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ আহবায়ক কমিটি অনুমোদেনর কথা জানানো হয়। । ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে, মোঃ আতিক সাকিল আহমেদ কে, সদস্য সচিব করা হয়েছে সিরাজুল ইসলাম সৈকত কে, যুগ্ন আহবায়ক মো: মিমনুর ইসলাম, সদস্য.. মো: আকাশ মিয়া , মোছা: আখি আলমগির, মো: জিসান চৌধুরী জিয়াম, মো: রাকিবুজ্জামান রাকিব, মো: মোকাররম হোসেন, মো: স্বাধীন মিয়া, মো: লিমন, মো: মাহাবুর রহমান কে । আহবায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা যুব উন্নয়ন ফোরামের আহবায়ক বলেন, যুব উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটি আমাদের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে আমরা আহবায়ক কমিটির সবাইকে নিয়ে সংগঠনের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ণের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করব। তিনি আরও বলেন বেকার যুবক ও যুবনারীদের আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী সক্ষমতা বৃদ্ধি করা। যুবদের স্ব-কর্মসংস্থান সৃজনে উপযোগী করে গড়ে তোলা। বিশ্বায়নের সাথে সংগঠিত রেখে যুবদের দেশ-বিদেশের শ্রবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে পরিনত করা। যুবদের মাঝে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সাধন করাই আমাদের অন্যতম লক্ষ্য । তারুণ্য অর্থ হচ্ছে বাঁধা না মানা। তীব্র স্রোতে উজান সাঁতারে পাড়ি দেয়াই তারুণ্যের ধর্ম। চেতানাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকতার সকল চড়াই-উৎরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে। বিজয়ের পুষ্পমালা তাদের পদচুম্বন করে। ইতিবাচক অর্জনসহ সর্বক্ষেত্রেই রয়েছে তাদের অবদান। তারুণ্য তথা যৌবনকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইহকালে কল্যাণ ও পরকালীন জীবনে মুক্তির বিশাল বাগিচায় উপনীত হওয়া যাবে।
Leave a Reply