এনামুল হক নাইম , ক্রীড়া প্রতিনিধি
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। আসন্ন চ্যাম্পিয়ন্স যে এই কিংবদন্তি ব্যাটারের জন্য ভারতের জার্সিতে শেষ সুযোগ হতে যাচ্ছে তা কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই জানিয়েছিলেন গৌতম গম্ভীর। এর মধ্যেই এলো উল্টো খবর। আবারও অধিনায়কত্বে ফিরছেন কোহলি। ২০২৫ আইপিএলে কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয়েছে, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ২০২১ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে চলেছেন তিনি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ক্ষেত্রে কোহলিই তাদের কাছে সেরা সমাধান।
Leave a Reply