মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জামায়াত কর্মী শফিকুল চৌধুরিকে কুপিয়ে জখম করেছে তার চাচাতো ভাইয়েরা।
শনিবার রাতে উপজেলা সাঈদখালী গ্রামে এ ঘটনা ঘটে ।
আহত শফিকুল উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস চৌধুরীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল এর পরিবারের সাথে তার চাচাতো ভাই হুমায়ুন ও নাজমুলের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছে। এমনকি এই জমি নিয়ে পিরোজপুর জেলা জজকোর্টে একটি মামলা চলমান রয়েছে।
আহত শফিকুলের ভাই বাদল চৌধুরি জানান, শনিবার রাতে আমার চাচাতো ভাই হুমাউন ও নাজমুলের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় । একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হওয়ার পরে আমার ভাই শফিকুল তাদেরকে ছাড়িয়ে দিতে গেলে চাচাতো ভাই নাজমুল, শুক্কুর, আসাদুল, রহিম দেশীয় অস্ত্র দাও, কুড়াল দিয়ে শফিকুলকে কুপিয়ে জখম করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে আমার ভাই শফিকুল ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
অভিযুক্ত আসাদুল জানান, আমি মসজিদ থেকে মাগরিব নামাজ পরে বের হই। পরে আমাকে ফরিদ ডেকে নিয়ে যায়। ফরিদের সাথে থাকা হুমাউন বলেন ঐ জমি থেকে সুপারি নিয়েছো কেন তখন আমি বলি আমাদের জমি থেকে সুপারি নিয়েছি তাতে কি হয়েছে। এই কথার ভিতরেই আমাকে পিছোন দিয়ে আল আমিন হেমায়েত হুমাউন, বাদল তাদের হাতে লাইট এবং লাটি দিয়ে মারধর করে আহত করেন । আমার স্ত্রী আমাকে মারধর করার টের পেয়ে বাসা থেকে ছাড়াতে আসলে তাকেও মারধর করেন ।
আমি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, মারামারি ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply