তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৬ দিন বন্ধের পর দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ,ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিল চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে আমদানি রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক গ্রুপের আহবায়ক মো.রেজাউল করিম শাহিন।
রেজাউল করিম শাহিন জানান, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি- রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছিলো। ৬ দিন বন্ধের পর আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত,নেপাল ও ভূটানের পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক রয়েছে।
Leave a Reply