রফিকুল ইসলাম তুষার (পাবনা সুজানগর প্রতিনিধি):
পাবনার সুজানগরে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসর শারদীয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জরিত থাকার দায়ে মোঃ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চুকে (৩৪) গ্রেফতার করেছে সুজপনগর থানা পুলিশ। বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সুজানগর পৌরসভার থানার পাশে মসজিদপাড়া এলাকার মোঃ লোকমান প্রামাণিকের ছেলে।
বিশ্বস্থ সুত্রের সংবাদের মাধ্যমে রাজবাড়ী জেলার থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজানগর থানা ওসি গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
গত 01 অক্টোবর মঙ্গলবার রাতে পালপাড়া দুর্গা মন্দির ও তিন দিন পূর্বে সুজানগর থানার পাশের এলাকা নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনা ঘটার পর অতি দ্রুত শ্রী বিজন কুমার পাল সভাপতি মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটি বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর পুলিশ মাঠে সক্রিয় ছিল না দেখার মত। ড. ইউনুস প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পর শুরু হয় সারা দেশে প্রশাসনিক রদবদল তারই ধারাবাহিকতায় গত ১৫/০৯/২৪ ইং তারিখে পুলিশ সুপার পাবনা কার্যালয়ের এক অফিস আদেশে ওসি জালাল উদ্দিনকে বেড়া সার্কেল বদলি করা হয় এবং পাবনা পুলিশ কন্ট্রোল রুম নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাকিউল আযমকে সুজানগর থানার ওসি হিসেবে পদায়ন করেন। যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় গত বুধবার প্রত্যাহার করা হয় সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমকে। ধারনা করা হচ্ছে মাত্র ৩ দিনের ব্যবধানে পৌরসভার নীশিপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনার দায় এড়াতে ওসি সাকউল আযমকে প্রত্যাহার করে পরে উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফাকে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।
এম/এস
Leave a Reply