রফিকুল ইসলাম তুষার, সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে আজ ৫ অক্টোবর শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয় বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি। উপজেলা পর্যায়ের সকল স্তরের শিক্ষকদের অংশ গ্রহনের মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। দিবসে শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়। এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুর আহম্মদ সরকার নিক্সনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো,রওশন আলী মাস্টার, শিক্ষানুরাগী হাজারী লুৎফুন্নাহার, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামছুজ্জামান ডন, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান, উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মতিউর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বোনকোলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক আলমগীর হোসেন সহ আরও অনেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সুপার এবং সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়।
Leave a Reply