মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারার বারখাইনের শঙ্খ নদী এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সের এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে বারখাইনের শঙ্খ নদীর জেলেপাড়া এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, স্থানীয়রা একটি লাশ ভেসে আসার কথা জানালে আমি থানায় খবর দিই।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। লাশের পরিচয় ও ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম/এস
Leave a Reply