রফিকুল ইসলাম তুষার (সুজানগর প্রতিনিধি)
১৭ই রবিউল আউয়াল (শনিবার)পবিত্র সিরাতুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী সুজানগর উপজেলা শাখার উদ্যোগে পাবনার সুজানগরে এক বিশাল বর্ণাঢ্য র্যা লী অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যা লীটি সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সুজানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যা লী আগে সুজানগর উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি খান হাবিব মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান। অন্যদের মাঝে বক্তব্য দেন বেড়া উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমান,সুজানগর উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস সুজানগর পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সুজানগর পৌর জামায়াতের আমীর ফারক-ই-আযম, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, সুজানগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস,সেক্রেটারী তরিকুল ইসলাম, পৌর সভাপতি মির্জা শহিদুল ইসলাম, সেক্রেটারী শাকিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন,সেক্রেটারী সাগর ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুজ্জামান সোহেল প্রমুখ।
এম/এস
Leave a Reply