অথই নূরুল আমিন কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে " বিএনপি " এই বিএনপি নামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তখন তিনি এদেশের জনগণের মন জয় করেছিলেন ব্যাপক ভাবে। তিনি রাষ্ট্রপতি থাকা কালে বিশেষ করে দেশের কৃষকদের মন জয় করেছিলেন নতুন নতুন চমক দিয়ে। আর এই চমকে কোনো ছলনা বা মিথ্যা কোনো আশ্বাস ছিলনা । তখনকার সময়ে ইরি ধানের বীজ সরবরাহ, সাদা মুলার বীজ সরবরাহ, হলেন্ডার আলু অর্থাৎ গোল আলু বীজ সরবরাহ, গমের বীজ সহ কৃষি খাতে তৎকালীন বিরাট ধরনের বিব্লব এনেছিলেন তিনি।
যার ফলে দেশের সিংহভাগ মানুষ তখন জিয়াউর রহমানকে খুবই পছন্দ করতেন। এককথায় দেশের জনগণের জন্য জিয়াউর রহমান তখনকার সময়ে যা করেছেন। সবই আসল। তিনি কখনও কোনো ভাষণে জনগণকে কোনো মিথ্যা আশ্বাস দেননি।
তারপর দির্ঘ সময় চলে গেল। জেনারেল এরশাদের আমল এলো। তারপর আরো সময় চলে গেল। ১৯৯১ সনে বিএনপি ক্ষমতায় এলো। না। বেগম খালেদা জিয়া জনগণের মন জয় করতে ব্যর্থ হলেন। তারপর ১৯৯৬ আওয়ামী লীগ ক্ষমতায় এলো। তারপর ২০০১ জাতীয় নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় এলো। বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হলেন। কিন্তু না আবার বিএনপি ব্যর্থ হলো। দেশের যেমন জনগণের মন জয় করতে ব্যর্থ হলেন। ( দেশের জনগণ বলতে আমি কিন্তু তৃণমূলের কথা বলছি) তেমনি দুর্নীতির বুঝা মাথায় নিয়ে ক্ষমতা হারালেন। তারপর ওয়ান ইলেভেন। তারপর আওয়ামী লীগ।
কিন্তু কথা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন। আগামী জাতীয় নির্বাচনে কি বিএনপি ক্ষমতায় আসবে? না। এমন একটি প্রশ্নের জবাব আজকেই দেয়া সম্ভব নয়। তার প্রথম কারণটি হচ্ছে। তাদের দ্বি বার্ষিক বা ত্রিবার্ষিক সম্মেলন। তাদের এই সম্মেলন তো বাকি আছেই। তারপর বাকি রয়েছে দল গঠন করার অনেক কাজ। রয়েছে তিনশ আসনে প্রার্থী নির্বাচন করা।
কেননা ভুল প্রার্থী নির্বাচন বা মনোনয়ন দিলে দলে বিদ্রোহী প্রার্থী হবার ঝুঁকি রয়েছে অনেক । এছাড়া বতর্মান অন্তর্বর্তীকালীন সরকার কোন পদ্ধতিতে নির্বাচন দিবে তাও এখনো জানা যায়নি। এছাড়া জাতীয় নির্বাচন যত দেরি হবে। বিশেষ করে বিএনপির মাঝে ততই বিরোধ দেখা দিতে পারে চরম ভাবে ।
এছাড়া বতর্মানে ইসলামী দল গুলো যদি ঐক্যজোট হয়ে একসঙ্গে নির্বাচন করে। সেখানে বিএনপি একক ভাবে ক্ষমতায় আসা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এদিকে গণ অধিকার পরিষদ যদি তিনশ আসনে প্রার্থী দেয়। সেখানেও তারা ভোট টানবে।
বিএনপি এখনো অনেক ঝুকির মাঝেই আছে। যেমন নদী ভাঙ্গনের মতো অবস্থায়। জোয়ার এলে যেমন নদীর পার ভাঙ্গে, না এলে অক্ষত থাকে। শেষ কথা হলো বিএনপি এখনো পুরোপুরি আশা করতে পারে না। আগামীতে তারাই ক্ষমতায় যাবে। বা ক্ষমতায় আসতেই পারবে। বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে। বা বিরোধী দলেও থাকে তবু এই দলটি একদিন আরো ছোট হয়ে যাবে। যেমন আজকের জাতীয় পার্টির মতো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আবার আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো জোট করে ক্ষমতায় আসে। তাহলে একসময় আজকের আওয়ামী লীগের চেয়েও মন্ধ অবস্থা হবার আশংকা রয়েছে।