নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা মামলার আসামি বশির হাওলাদার (৪৫)’কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে) রাতে টঙ্গী মদিনা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বশির হাওলাদার টঙ্গী মদিনা পাড়া এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। তার বিরুদ্ধে
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানা মামলা নং ২, ৬ এপ্রিল ২০২৫ইং একটি হত্যা মামলা, উত্তরা পশ্চিম থানা, মামলা নং ১৯/৪২৫, ১৩ নভেম্বর ২০২৪ইং একটি হত্যা চেষ্টা মামলা এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা নং ১০, ২১ সেপ্টেম্বর ২০২৪ইং হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামি আমজাদের অন্যতম সহযোগী। বিগত সরকারের আমলে আমজাদের হয়ে গাসিক ৫১ নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে ঘের বানিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যূতা চালিয়েছে বশির হাওলাদার। চাঁদাবাজি ও ভূমিদস্যুতা করে হয়েছে অঢেল সম্পত্তি মালিক।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনোহর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টঙ্গী পশ্চিম থানায় ছাত্র জনতার উপর হামলা ও টঙ্গী পশ্চিম থানায় হত্যা চেষ্টার এজহারভুক্ত ৮ নম্বর আসামি টঙ্গী পশ্চিম থানাধীন মদিনা পাড়া এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযানে যাই এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলা এবং উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ইস্কান্দার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা চেষ্টার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।