মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
২৪ মে শনিবার জেলা লিগ্যাল এইড অফিসের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজিএফ) ঢাকা’র সহযোগিতায় জেলা পর্যায়ে লিগ্যাল এইড প্রশাসনের সাথে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পল্লীশ্রী বালুবাড়ী দিনাজপুরের জেন্ডার জাষ্টিস এন্ড ট্রেনিং শামসুন নাহার এর সভাপতিত্বে সিএসও-নারী ক্লাবের সদস্যদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ দিনাজপুর এর ফাতিমা খাতুন। প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নিপা’র সঞ্চালনায় নারী ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরে বক্তব্য রাখেন আরজিনা আরা, বিশোখা রানী, আরজুমান বেগম, সুমারু কুজুর, হাসনা হেনা। প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন বলেন, যে কোন আইনগত সমস্যার সমাধানে লিগ্যাল এইড অফিস বিনামূল্যে সহায়তা দিয়ে আসছে। বিনামূল্যে সবার জন্য পরামর্শ এবং আপোষযোগ্য মামলা শুনে দু পক্ষকে ডেকে আপোষ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করে থাকে। অস্বচ্ছল, গরিব, অসহায় জনগোষ্ঠীকে আমরা আইনী সহায়তা দিয়ে আসছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল ল’ইয়ার এ্যাডঃ খুরশিদা পারভীন জলি। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ভলেন্টিয়ার মাজেদুর রহমান। জেন্ডার জাস্টিস এন্ড ট্রেনিং ম্যানেজার সামসুন নাহার সভাপতির বক্তব্যে বলেন, পল্লীশ্রী দীর্ঘদিন ধরে অসহায়, নির্যাতিত মানুষের পাশে থেকে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সকল প্রকার আইনী সহায়তা প্রদান করে আসছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বা তৃণমূল পর্যায়ে গিয়ে সৃষ্ট ঘটনার তদন্ত করে আপোষযোগ্য হলে আপোষ মিমাংসার মাধ্যমে তা নিষ্পত্তি করি। আর যেটা মিমাংসার যোগ্য নয়, তা লিগ্যাল এইড এর মাধ্যমে মামলার পরামর্শ প্রদান করি। আমরা বর্তমানে দিনাজপুর সদর, চেহেলগাজী ইউনিয়ন, ফাজিলপুর ইউনিয়ন ও শেখপুরা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করে আসছি।