রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জে গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ বন্ধ করে গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। ব্যস্ততম ভুলতা-গাউছিয়া এলাকায় মহাসড়কের এক পাশে প্যান্ডেল, সামিয়ানা ও মঞ্চ নির্মাণ করে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর), সাধারণ সম্পাদক রাসেদ খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ রেখে এমন জনসমাবেশ করায় স্থানীয়দের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ও হয়েছে যানজট সৃষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলেছে নানা আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোকলেসুর রহমান বলেন, সড়ক বন্ধ করে সমাবেশ করার ব্যাপারে দলটির স্থানীয় নেতা ও অনুষ্ঠানের সভাপতি ওয়াসিম মিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে তারা এই সমাবেশ করছেন। তবে তারা আমাদের কাছে কোনো লিখিত অনুমতি পত্র দেখাননি। উপর মহল থেকেও কোনো নির্দেশনা না পাওয়ায় আমরা তাদের বাধা দিইনি।