মনির হোসেন, বেনাপোলপ্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ৩ টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩ জুন পর্যন্ত।
উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই সাশ্রয়ীমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিসিবির এই বিশেষ বিক্রয় কার্যক্রমে প্রতিদিন ৪০০টি পরিবার ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবে।
আগামী ২৭ মে থেকে উপজেলার বেনাপোল পৌরসভার ও ১১টি ইউনিয়ন নির্ধারিত ডিলার পয়েন্টে শুধুমাত্র স্মার্ট টিসিবি কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।
এছাড়া, নিম্ন আয়ের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ধারী পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।