মোঃ মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
২২মে,২০২৫ বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারি উন্নয়ন সহযোগি সংগঠন পল্লীশ্রী এর যৌথ অর্থায়নে পল্লীশ্রী-সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে মেডিসিন ও গাইণী রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবায় চিকিৎসা পত্র সহ ঔষধ বিতরণ করা হয়। ১৫৩ জন দরিদ্র রোগিকে চিকিৎসা প্রদান করেন ২৫০শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের এসিস্ট্যান্ট রেজিষ্টার, ডাঃ মোস্তারিনা বেগম (সুমি) এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) ডিজিও (অবস এবং গাইনী), এফসিপিএস পার্ট-২ (অবস এবং গাইনী), মেডিসিন সাধারন স্বাস্থ্য সেবা প্রদান করেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রভাষক কমিউনিটি মেডিসিন বিভাগের ডাঃ মোস্তাজ আফিন সিলভী, এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস পার্ট-১। স্বাস্থ্য ক্যাম্প পরির্দশন করেন বিরল ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহফুজ আলম, সহকারী শিক্ষক মোঃ শামীমুর রহমান। ক্যম্প পরিচালনার পূর্বে আমন্তিত অতিথি ও ডাক্তারগন রোগীদের উদ্দ্যেশ্যে বলেন সবসময় ডাক্তারের পরার্মশ অনুযায়ী চলবেন এবং নির্দেশনা মোতাবেক নিয়মিত ঔষদ সেবন করবেন, তাহলে দ্রুত সুস্থ্য হওয়া সম্ভব। বর্তমানে আবহওয়া পরিবর্তন হচ্ছে তাই সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা আমাদের উচিত। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং নিজেদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে সমৃদ্ধি কর্মসূচীর মধ্য দিয়ে রানীপুকুর ইউনিয়নের সাধারন মানুষকে স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সেবা দেয়া হচ্ছে তার জন্য পল্লীশ্রী কে তারা ধন্যবাদ জানান। এসময় সমৃদ্ধি কর্মসূচী উপজেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম (রেজা) ক্যাম্প ও কর্মসূচির স্বাস্থ্যসহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে আগত পরির্দশনকৃত অতিথিদের অবগত জানান। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখেন সহকারী উপজেলা সমন্বয়কারী মোঃ মামুনুর রশীদ, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন ও রানীপুকুর ইউনিয়নের ৯টি ওর্য়াডের স্বাস্থ্য পরির্দশকবৃন্দ এবং পল্লীশ্রী রানীপুকুর ইউনিয়নের ঋণ কার্যক্রমের ইউনিট ম্যানেজার মোঃ এমদাদুল হক, পল্লীশ্রী প্রধান কার্যলয়ের একাউন্টস অফিসার মোঃ হায়াত আলী প্রমূখ।