মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া ৩০ এপ্রিল: রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় ছাত্রদল কর্মী পারভেজের মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে সৃষ্টি হওয়া উদ্বেগ ও ক্ষোভের প্রেক্ষিতে আজ কালিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন বলেন, “যে কোনো প্রাণহানির ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করে। দেশের শিক্ষিত যুবসমাজ যেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে মতপ্রকাশ করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। পারভেজ হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচারের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানাই। কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে কেউ যেন বাধাগ্রস্ত না হয়, এবং দেশের সব নাগরিক নিরাপত্তা ও ন্যায়ের আশ্বাস পায়। খুলনা বিভাগীয় হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের জাতীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ সাহা বলেন, “মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক সহাবস্থানের পক্ষে আমরা সবাই একসাথে দাঁড়াতে চাই। এ ধরনের ঘটনার বিচার হলে সমাজে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে।”
পথসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সংহতি প্রকাশ করেন এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়ের নিশ্চয়তা চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।