মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খলিসাখালী গ্রামের মো. সালমান বিশ্বাস (২৩) এবং পার মল্লিকপুর গ্রামের মো. চঞ্চল গাজী (৩৮) গত ২৯ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা ৩৫ মিনিটে চর-মল্লিকপুর গ্রামের উত্তরপাড়ায় আলম মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শাহিন মিয়া, এসআই (নিঃ) মো. আব্দুস শুকুর এবং এএসআই (নিঃ) মো. রুহুল আমিন। অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নেতৃত্বে নড়াইলকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।