মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
"ক্রীড়াই শক্তি - ক্রীড়াই বল" এই প্রতিপাদ্য'র আলোকে পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আয়োজনে জিয়ানগর আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল শুক্রবার বিকেলে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর সিনিয়র সহ-সভাপতি কেম এম শামীম রেজার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সানির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সৌদি আরব প্রবাসী মোঃ ফিরোজ মাতুব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মোঃ আসাদ হাওলাদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।