নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত ও অনুমোদনহীন বেশ কয়েকচি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজউকের নারায়ণগঞ্জ জোন-৪/৩ এর ব্যবস্থাপনায় অভিযানে ছিলেন, অথরাইজড অফিসার কায়সার পারভেজ, আবুল ফারহা সিদ্দিকী, ইমারত পরিদর্শক মোঃ মোতালেব, আব্দুর রহিমসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এসময় রাস্তার পাশের বর্ধিত অংশ হামার দিয়ে গুড়িয়ে দেয়ার পাশাপাশি গ্যাস কাটারে কেটে ফেলা হয় রডসহ নির্মাণাধীন বর্ধিত সকল অংশ। বন্ধ করে দেয়া হয় বিদ্যু সংযোগ ও নির্মাণ কাজ। জরিমানা করা হয় ৪ লাখ টাকা।