স্টাফ রিপোর্টার , বাড্ডা স্টাফ :
আজ ব্রাক ইউনিভার্সিটির নিজ ক্যাম্পাসের সামনে ছাত্রছাত্রীরা প্রতিকি ফিলিস্তিনে শিশুদের লাশের মাধ্যমে এবং ইসরাইল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানোর মাধ্যমে তারা তাদের বিক্ষোভ শুরু করে তারা খুব দ্রুতই এই সমস্যার সমাধান ও ইসরাইলের প্রধানমন্ত্রী নিতানিয়াহু সহ যারা মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ফিলিস্তিনের নারী শিশু ও সর্বোপরি সকলকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারা ফিলিস্তিনি বিষয়ে জাতিসংঘের নিরব ভূমিকার নিন্দা জানাই। পরবর্তীতে তারা ক্যাম্পাস হতে মিছিল নিয়ে মধ্য বাড্ডা ইলেুপ প্রদক্ষিণ করে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে এসে আজকের প্রগ্যাম সমাপ্ত করে।