মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চর জয়নগর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকরাম শেখ, চর শুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়,আনসার জমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে আকরাম শেখ তফসিরের দোকানে চা খেতে গেলে পিছন থেকে আনসার জমাদার গ্রুপের ১৫/২০ জন আকরাম শেখের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আরএমও
ইব্রাহীম মোল্লা। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।