এম এ হাসান, কুমিল্লাঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন নামের এক ব্যক্তিকে গ্রেফতার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নিকট স্মারকলিপি দেন তাঁরা।সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে স্থানীয় মসজিদের সামনে মানববন্ধনে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হানিফ মিয়া, আবুল খায়ের, বাচ্চু মিয়া, আবদুল কাদের, মোস্তফা মিয়া, নুর আমিন, আবদুর রহমান, আবদুল গফুর, জিয়াউল হক, আনোয়ার হোসেন, আয়েশা বেগম, ফিরোজা বেগম, ছাদেক মিয়া, মোঃ ইউনুছ, জয়নাল আবেদীন, ছাদেক মিয়া, আরাফাত হোসেন, হোসেন মিস্ত্রী, আবু তাহের, শাহীন আহমেদসহ এলাকার বয়োবৃদ্ধ, যুব সমাজ ও নারী-শিশু।মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ অভিযোগ করেন, সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি, সমাজ বিরোধী ও শৃঙ্খলা বিনষ্টকারী।তার মাদক ব্যবসার প্রতিবাদ করায় সে ও তার অনুসারীরা স্থানীয় মসজিদের প্রস্রাবখানা ও আশ-পাশের কয়েকটি বাড়ির স্থাপনা ভাংচুর করে। উল্টোসহ সে কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।এ বিষয়ে সোমবার বিকেলে সুমন বলেন, 'আমার শ্যালকের ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করেছি। সামাজিক শৃঙ্খলা নষ্ট করিনি।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, 'কিং ছুপুয়া গ্রামবাসী থানায় সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে'।